টেস্ট অধিনায়কত্ব ছেড়ে নতুন অধিনায়কের নেতৃত্বে ভালো খেলতে হলে বিরাট কোহলিকে নিজের অহম ত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট আইকন কপিল দেব। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।
৩৩ বছর বয়সী কোহলি গত শনিবার ঘোষণা করেছিলেন টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর। তিনি গত বছর টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেন।
তার পরপরই ওয়ানডে দলের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্বকাপজয়ী কপিল কোহলির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, “কোহলি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং অনেক চাপের মধ্যে রয়েছে।”
তবে তিনি এটাও বলেছেন কোহলিকে এখন নতুন অধিনায়কের অধীনে দলে থাকতে হলে তাকে অহম ত্যাগ করে খেলতে হবে।
৬৩ বছর বয়সী কপিল বলেন, “এমনকি সুনীল গাভাস্কারও আমার অধীনে খেলেছেন। আমি কে শ্রীকান্ত এবং আজহারউদ্দিনের অধীনে খেলেছি। আমার কোনো অহংকার ছিল না। বিরাটকে তার অহম ত্যাগ করতে হবে এবং একজন তরুণ ক্রিকেটারের অধীনে খেলতে হবে। এটি তাকে এবং ভারতীয় ক্রিকেটকে সাহায্য করবে। বিরাটের উচিত নতুন অধিনায়ক, নতুন খেলোয়াড়দের গাইড করা। আমরা বিরাটের মতো ব্যাটারকে হারাতে পারি না... কোনোভাবেই।”
কোহলির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন রোহিত শর্মা এবং কে এল রাহুল। ২৪ বছর বয়সী কনিষ্ঠ ঋষভ পন্তও আছেন এই তালিকায়। টিভি ভাষ্যকার হার্শা ভোগলে সোমবার টুইট করেছেন যে রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহকেও বিবেচনা করা উচিত।
৩৪ বছর বয়সী রোহিত ইতিমধ্যেই টি-টোয়েন্টি এবং ওডিআই অধিনায়ক এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঁচটি জয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন। রোহিতের ইনজুরির কারণে ২৯ বছর বয়সী রাহুল দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক দ্বিতীয় টেস্টে ভারতের অধিনায়কত্ব করেছেন এবং বুধবার থেকে শুরু হওয়া আসন্ন সিরিজে ওয়ানডে দলের নেতৃত্বও দেবেন।